নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার বৃহত্তর শাহপরাণ এলাকাবাসী মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে শাহপরাণ-খাদিম চৌমোহনী পর্যন্ত আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, খাদিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন আনু। বক্তব্য রাখেন, খাদিম চৌমোহনী বাজার কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আমির আলী, শেখর রঞ্জন দাস, খাদিম চৌমোহনী বাজার মসজিদের সাবেক মোতাওয়াল্লি জুলুবুর রাজা চৌধুরী, বর্তমান মোতাওয়াল্লি রাজা মিয়া রাজন, বেলাল আহমদ, আফতাব উদ্দিন, সোহেল আহমদ, মোহাম্মদ আলী খোকন, আবু জাফর জাহাঙ্গির ও মিঠু আহমদ।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। তবে অবিলম্বে আসামি গ্রেফতারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Leave a Reply