সিলেট মহানগরীতে বসবাসরত দিরাই উপজেলাবাসী সহায়তার হাত প্রসারিত করে প্রয়াত সাংবাদিক দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি টিপু সুলতানের পরিবারের পাশে দাঁড়াবেন।
টিপু সুলতানের মৃত্যুতে সাংবাদিকতা উন্নয়ন কেন্দ্র সিআইপি আয়োজিত শোকসভায় এ ঘোষণা দেয়া হয়।
সিলেট মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বুধবার রাতে এই শোকসভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিআইপির পরিচালক সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। প্রধান অতিথি ছিলেন দিরাই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ সর্দার, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান তালুকদার, সবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, আওয়ামী লীগ নেতা ইফতিয়াক হোসেইন মঞ্জু, জাতীয় পার্টি নেতা ইউসুফ শেখ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক শামসুল ইসলাম, হাওর উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক লিলু, সাংবাদিক খালেদ আহমদ, ভাটির আলো সম্পাদক সুরঞ্জিত বর্মন, রোটারিয়ান মিজানুর রহমান, ব্যবসায়ী তোফায়েল আহমদ প্রমুখ।
শোকসভায় বক্তারা টিপু সুলতানকে অত্যন্ত সাহসী সাংবাদিক আখ্যায়িত করে বলেন, পেশাগত দায়িত্ব পালনে তিনি কখনো আপোস করেননি। আপোস করলে অনেক বিত্ত-বৈভবের মালিক হতে পারতেন।
তারা বলেন, টিপু সুলতান ভাটির জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
Leave a Reply