সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জিকরুল ইসলামের পিতা কোম্পানীগঞ্জ থানা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক মো নূরুল ইসলাম (৭৫) আর নেই।
শুক্রবার, ৯ জুন রাত আড়াইটায় বাড়ি থেকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো নূরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনি ও ভাই-বোন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা কোম্পানীগঞ্জ থানা সংলগ্ন উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
গত ২ জুন তার হার্ট অ্যাটাক হয়েছিল। সিলেটে চিকিৎসা শেষে ৫ জুন তিনি বাসায় ফেরেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে আবারও তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেট নিয়ে আসা হচ্ছিল। সংবাদদাতা
Leave a Reply