সিলেট জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের কোষাধ্যক্ষ, জাগোনিউজটোয়েন্টিফোরডটকমের নিজস্ব প্রতিবেদক (সিলেট ব্যুরো প্রধান) ও দৈনিক সিলেটের জমিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ছামির মাহমুদ সংক্ষিপ্ত সফরে আজ সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন।
সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আগামী মঙ্গলবার দুপুরে লন্ডনের হিথ্রো আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
তিন সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ছামির মাহমুদ আগামী ২৮ মার্চ পবিত্র উমরা হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যাবেন। পবিত্র মক্কা ও মদিনায় ১০দিন অবস্থানের পর তার ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহর ভ্রমণ, মিডিয়া হাউজগুলো পরিদর্শন, লন্ডন-বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সৌদি আরবের ঐতিহাসিক ও পবিত্র স্থানসমূহে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply