নিজস্ব প্রতিবেদক : সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতিবিদ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার মা ও মরহুম শিক্ষাবিদ নূরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী রাজিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল সোয়া ৮টায় তিনি জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রামে নিজের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন।
রাজিয়া চৌধুরীর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৬ মেয়ে ও ২ ছেলেসহ নাতি-নাতনী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টায় বেতাউকা গ্রামের চৌধুরী বাড়ির পাশের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
শোকপ্রকাশ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার যুগ্মসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার মা রাজিয়া চৌধুরীর মৃত্যুতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমদ, জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সদস্য ও মুক্তিযুদ্ধ পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার মা রাজিয়া চৌধুরীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ অনুশীল সিলেটের প্রধান পরিচালক আল আজাদ ও পরিচালক সুরঞ্জিত বর্মণ এবং মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো আব্দুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply