নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরুর মা এবং গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির শাশুড়ি রেনু বিবির মৃত্যুতে বিশিষ্ট জনরা গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওসমানীনগর উপজেলার বেগমপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে রেনু বিবি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাদ আসর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল মুকিত, বর্তমান সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, মাইটিভির জেলা প্রতিনিধি টুনু তালুকদার, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো মইনুল হাসান টিটু, আমাদের অর্থনীতির আবাসিক প্রধান আশরাফ চৌধুরী রাজু, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, বিএনপির চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া ও মানবজমিনের ওসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে সাংবাদিক ওয়েছ খছরুর মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলাওর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিটি কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিব, আব্দুর রকিব তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
Leave a Reply