সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওর রক্ষা বাঁধের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক বিপ্লব রায়ের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাংবাদিকরা অভিযোগ করেন, অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সহ কয়েকজন দুর্বৃত্ত বিপ্লব রায়কে ছুরিকাঘাত করেছে।
মানববন্ধনে সাংবাদিক শহীদ নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমান তারেক, আব্দুস সালাম, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমদ ও সাংবাদিক জাহাঙ্গীর আলম।
Leave a Reply