সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেনের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার শহীদ নূরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল আলম, কলামিস্ট ইকবাল কাগজী, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, বাংলা ভিশন প্রতিনিধি মাছুম হেলাল ও ৭১ টিভি প্রতিনিধি শামস শমীমা।
বক্তারা অভিযোগ করেন, সংবাদকর্মীরা যখন দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করতে যান তখনই হামলার শিকার হন; কিন্তু হামলার যখন বিচার পাওয়া যায়না তখন দেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন দেখা দেয়।
তারা আগমী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply