হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দেশে বিনিয়োগ নিয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়।
একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সহ সভাপতি শিল্পপতি গাজীউর রহমান গাজী। সূচনা বক্তব্য রাখেন, সহ সভাপতি প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল। প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি লিডার আশরাফ উদ্দিন, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা সৈয়দ জাহেদুল হাসান ফরহাদ, কানাডা প্রবাসী সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন সম্পাদক সারোয়ার হোসেন ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ফজলুর রহমান, সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাংবাদিক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ নূরুজ্জামান চৌধুরী, রাশেদ আহমদ খান, প্রদীপ দাশ সাগর, এম এ মজিদ ও আশরাফুল ইসলাম কুহিনুর।
মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী; কিন্তু বিনিয়োগের অনুকূল পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রবাসীদেরকে দেশে এসে শান্তির পরিবর্তে প্রায়ই অশান্তির মুখোমুখি হতে হয়। তাই অনেকে দেশের সম্পত্তি বিক্রি করে বিদেশমুখী হয়ে যাচ্ছেন।
এ জন্য তারা সাংবাদিক সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply