সুনামগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা এবং মধ্যনগর থানা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের মল্লিকপুরে নিজের বাসভবনে এ মতবিনিময়কালে তিনি গত ১০ বছরে বিশাল হাওর এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো তাকে মনোনয়ন দিয়েছেন।
এ আসনটি শেখ হাসিনাকে পুনরায় উপহার দিতে তিনি দলীয় নেতাকর্মীদেরকে সকল মানঅভিমান ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, আওয়ামী লীগের জেলা কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন, তাহিরপুর উপজেলা সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ।
Leave a Reply