নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।
বুধবার দুপুরে মহানগরীর জেল রোডে চেম্বার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমেদ বর্তমান পরিচালনা পরিষদের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন।
এই ব্যাপক কর্মকাণ্ডে সহযোগিতার জন্যে তিনি সাংবাদিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আল আজাদ, ইকবাল সিদ্দিকী, এনামুল হক জুবের, ওয়েছ খছরু, সিরাজুল ইসলাম, খালেদ আহমদ, শাহ দিদার আলম নবেল, মঈন উদ্দিন মনজু, মুহিত চৌধুরী ও ইকবাল মাহমুদ।
এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।
Leave a Reply