নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ সহযোগিতা চেয়ে বলেন, সাংবাদিকরা তার নিকট থেকে তথ্য নেয়ার জন্যেই শুধু নয়-তাকে তথ্য দেয়ার জন্যেও যেন ফোন করেন। তিনি সিলেটবাসীর কল্যাণেই নিজের সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন, হলুদ সাংবাদিকতা না করলে কেউ এ আইনে ক্ষতিগ্রস্ত হবেন না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম ও সন্দীপ কুমার সিংহ ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সভাপতি আশরাফুল কবির, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির সহ অন্যরা।
Leave a Reply