নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার রাতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ১১ তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মুক্ত সাংবাদিকতা নিশ্চিত না হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়।
ইমজা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও ইমজার প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি অকাল প্রয়াত সাংবাদিক রাজীব দেব মান্নার মা কল্যাণী দেব।
ইমজা সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি মুজিবুর রহমান ডালিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল ও বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, আব্দুল আলিম শাহ ও আনিস রহমান, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এস এম উমেদ আলী।
পরে সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করায় সিলেট অঞ্চলের প্রবীণ সাংবাদিক এম এ সালামকে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া অকাল প্রয়াত সাংবাদিক রাজীব দেব মান্নার সম্মাননা স্মারক তার মায়ের হাতে তুলে দেয়া হয়।
Leave a Reply