নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাংবাদিকদের খেলাধুলায় অংশগ্রহণ অন্য পেশাজীবীদেরকে উৎসাহিত করবে।
তিনি আরো বলেছেন, খেলাধুলায় বাংলাদেশের অর্জন জাতির অহংকারের একটি বিশেষ দিক। এই অর্জন সবার মনে খেলাধুলার ব্যাপারে বিশেষ আগ্রহ জাগিয়ে তুলেছে।
শিক্ষামন্ত্রী জেলা প্রেসক্লাবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের প্রশংসা করেন।
শুক্রবার রাতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রেসক্লাব আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফলাফল : জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন আল-আজাদ-লিয়াকত শাহ ফরিদী জুটি। রানারআপ আজিজ আহমদ সেলিম-ইকবাল মনসুর জুটি। সাধারণ বিভাগে চ্যাম্পিয়ন এ এইচ আরিফ-সজল ঘোষ জুটি। রানারআপ মাইস্লাম রাজেশ-সৈয়দ রাসেল জুটি। প্রদর্শনী বিভাগে চ্যাম্পিয়ন নেহার রঞ্জন পুরকায়স্থ। রানারআপ আমিনুল ইসলাম রোকন। নারী বিভাগে চ্যাম্পিয়ন অমিতা সিনহা। রানারআপ বিলকিস আক্তার সুমি।
Leave a Reply