নিজস্ব প্রতিবেদক : ‘পালাবোনা ঘটনা দেখে, ফেলে যাবোনা কাউকে বিপদে রেখে’ এ প্রত্যয়ে সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের উদ্যোগে দুুপরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করে অংশ নেন।
আয়োজক সংগঠনের জেলা সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেল বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, খাদিজা বেগম নার্গিসের বাবা মো মাসুক মিয়া, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিটি কাউন্সিলর রেনুকা বেগম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের সভাপতি মিনারা বেগম, সম্পাদক ফরিদা আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের জেলা সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির। পরিচালনায় ছিলেন আহমাদ সেলিম।
মানববন্ধন শেষে বদরুল আলমের মতো নরপশুদের প্রতি ঘৃণা প্রকাশ করে থু থু স্তম্ভে সবাই থু থু নিক্ষেপ করেন।
Leave a Reply