নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সাংঘর্ষিক রাজনীতি চলছে। এ অবস্থা থেকে বের হয়ে সত্যিকারের রাজনীতিতে ফিরে আসতে আলোচনার কোন সুযোগ নেই। তাই খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করণের প্রস্তাব দিয়েছেন।
রবিবার বিকেলে সিলেট মহানগরীর দরগা গেটে শহীদ সোলেমান হলে নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করণে বিএনপির প্রস্তবাবলী নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলকে মাথায় রেখে এই প্রস্তাব দেয়া হয়নি। জনগণকে মাথায় রেখেই অনেক চিন্তা-ভাবনা ও গবেষণা করে প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি বলেন, এই প্রস্তাব অনুসারে সংবিধানে হাত না দিয়েও জাতীয় ঐক্য হতে পারে।
মহানগর বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি নাসিম হোসেইন। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হোসেন জীবন। এছাড়া অধ্যক্ষ মসউদ খান, সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও ডা শামীমুর রহমান সহ বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
Leave a Reply