নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা সার্বভৌমত্বের উপর আঘাত। ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে নিজ নিজ কর্মস্থল রক্ষায় এগিয়ে আসতে হবে।
রবিবার, ২৮ জুলাই (১৩ শ্রাবণ) সকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলার সিলেটে ক্ষতিগস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে জ্ঞান দান করতে হবে। তাদেরকে জানাতে হবে, এ সম্পদ তাদের। এ সম্পদকে তারা যেনে হেফাজত করে।
তিনি বলেন, দেশজুড়ে ধ্বংসযজ্ঞে সবাই স্তম্ভিত। এমন ধ্বংসাত্মক কার্যকলাপ আগে কখনও দেখা যায়নি। এই সহিংসতা ও ধ্বংসলীলা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
বিভাগীয় কমিশনার জানান, সিলেটে জেলা প্রশাসক কার্যালয়, প্রধান ডাকঘর ও পুলিশ বক্স সহ ৭টি সরকারি দপ্তর ও ২১টি গাড়িতে হামলা চালানো হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর পুলিশের উপ কমিশনার মো আজবাহার আলী শেখ ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
Leave a Reply