নগরনাট সিলেট ব্যতিক্রমী ‘গান মিছিল’ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে ‘গান মিছিল’ শুরু হয়। এতে নগরনাট ছাড়াও সম্মিলিত নাট্য পরিষদ এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ সময় সবাই সম্মিলিত কণ্ঠে গণসংগীত গেয়ে মিছিল সহকারে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করেন।
গানে গানে এ ধরনের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান ও হামলাকারীদের শাস্তি দাবি করেন।
Leave a Reply