মৌলভীবাজার প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কামালপুর ও সুনামগঞ্জের ছাতক সহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুক্রবার সকাল ১১টায় শহরের চৌমোহনায় এ কর্মসূচির আয়োজন করে। এতে সংগঠনের নেতাকর্মী সহ শহর ও আশেপাশের মঠ ও মন্দিরের সংশ্লিষ্ট সবাই অংশগ্রহণ করেন।
এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট মাখন লাল দাশের সভাপতিত্বে ও অ্যাডভোকেট প্রার্থ সারথী পালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির কান্ত দেব মিন্টু, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না প্রমুখ।
বক্তারা এ সব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Leave a Reply