ভূমিমন্ত্রী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্বের পাশাপাশি জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য সন্ত্রাস দমন এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রশাসনকে সহায়তা সহ জাতি গঠনমূলক কাজে অংশ নিচ্ছে।
তিনি আরো বলেছেন, স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার বিকালে সিলেট সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ভূমি মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু একটি আধুনিক চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি।
ভূমি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রত্যেক সেনা সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব ও উন্নত নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব পালন করার আহ্বান জানান।
তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেনাবাহিনীর জিওসি, পদস্থ সেনা কর্মকর্তা ও তাদের পরিবার পরিজন সহ গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply