নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরে বাংলা প্রচলন ও উন্নয়ন ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার দৃপ্ত অঙ্গীকারে সিলেটসহ সারা দেশে অমর একুশে পালিত হচ্ছে।
একই সঙ্গে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে উদযাপিত হচ্ছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ, মহানগর ও জেলা পুলিশ, অন্যান্য সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ সকলস্তরের শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়াও দিনটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা বিষয়ে প্রতিযোগিতা, রক্তদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply