আল আজাদ : ২১ মার্চ রবিবার রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেড় ঘণ্টা স্থায়ী আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু জানান, পূর্ববর্তী আলোচনার কয়েকটি বিষয়ের ব্যাখ্যার প্রয়োজনে তারা এ আলোচনায় মিলিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনায় তাজউদ্দিন আহমদও ছিলেন।
বঙ্গবন্ধুর বাসভবনে অসংখ্য বিক্ষোভ মিছিল পৌঁছে। তিনি মিছিলকারী জনতাকে নিশ্চয়তা দিয়ে বলেন, কোন মৌলিক প্রশ্নেই আপস করা হবে না। জনগণকে যেকোন ত্যাগ স্বীকারের জন্যে প্রস্তুত থাকতে এবং ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
জুলফিকার আলী ভুট্টো তার ১২ সদস্যের উপদেষ্টা দল নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে কঠোর সামরিক প্রহরায় বিমানযোগে ঢাকা পৌঁছেন। তাকে কড়া সামরিক প্রহরায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে (এখন শেরাটন)-এ নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় ভুট্টো-ইয়াহিয়া দুই ঘণ্টা স্থায়ী আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা তখন বিক্ষোভের নগরী। সর্বত্র সভা-সমাবেশ চলতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আরো বেগবান হয়ে উঠে। দিকে দিকে আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগান উঠছে ‘তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা’ ‘বীর বাঙালি অস্ত্র ধরো-বাংলাদেশ স্বাধীন করো’ ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’ ‘পরিষদ না রাজপথ-রাজপথ রাজপথ’ ইত্যাদি। সর্বস্তরের মানুষের তখন একমাত্র দাবি, বাংলাদেশের স্বাধীনতা।
Leave a Reply