নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৭৬ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার, ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর আমিনপাড়া এলাকার মইদর আলীর ছেলে সফর আলী ও মৃত মকবুল মিয়ার ছেলে মহির আলীকে করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply