সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা এম এ আহবাব বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আর্ন্তজাতিক অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের সম্পৃক্তি ও সমৃদ্ধিতে রূপান্তরের নায়ক এবং একজন ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের অংশ, যিনি প্রথাগত রাজনীতির পথে না হেঁটে জাতির বিকাশমান ধারাকে অগ্রবর্তী করেছেন।
তিনি আরও বলেছেন, ঐতিহ্যের পরম্পরা ধারণ করে দলীয় রাজনীতি করেও আবুল মাল আবদুল মুহিত হয়ে ওঠেন সর্বদলীয় অভিভাবক। ছিলেন অফুরন্ত জীবনীশক্তির অধিকারী এক প্রাণবন্ত মানুষ। সদা হাস্যোজ্জ্বল কর্মযোগী ও ধ্যানী এই মানুষটির স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সকল মহলে প্রশংসিত। সরলতা, সততা ও সত্যকথনের এক কিংবদন্তির নাম আবুল মাল আব্দুল মুহিত।
সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত জীবন সদস্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে অধ্যাপক ডা এম এ আহবাব সভাপতির বক্তব্য রাখছিলেন।
সোমবার দুপুরে সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা ললিত মোহন নাথের পরিচালানায় শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মো শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক ডা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, যুগ্মকোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ চৌধুরী, মো বশিরুল হক ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা মো আলাউদ্দিন আহমেদ।
শোকসভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও শিরণি বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply