সুনামগঞ্জ প্রতিনিধি : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করছে। এই কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তিনি আরো বলেছেন, হাওর অঞ্চলে প্রায় ৬৫ ভাগ ধান কাটা শেষ। প্রাকৃতিক দুর্যোগের আশংকা ও ‘করোনা’ পরিস্থিতিকে সরকারি সহায়তায় কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন।
ড আব্দুর রাজ্জাক জানান, সারাদেশে সরকার থেকে ৪ শর বেশি হারভেস্টার মেশিন ভর্তুকি দিয়ে কৃষকদেরকে দেওয়া হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদেরকে দেওয়া হারভেস্টার মেশিন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট ফজলুর রহমান মিসবাহ এবং সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়া উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
Leave a Reply