সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব নয়। বাজেটের পরে সব কিছুর দাম দ্বিগুণ হবে। সামগ্রিকভাবে সরকার অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। এই বাজেট গণবিরোধী। জনগণও মানে না। সরকার লুটপাটের বাজেট দিয়েছে, যা জনগণের কোনো উপকারে আসবে না। বাজেটে ঘাটতি আছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। এই ঘাটতি জনগণের থেকে আদায় করা করে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে জেলা কৃষক দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্ত বাস্তবতা হচ্ছে, কৃষকরা চড়া দাম দিয়েও সময়মতো সার ও বীজ পাচ্ছে না। তাই প্রস্তাবিত বাজেটে কৃষকদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের মহানগর যুগ্মআহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা মুজিবুর রহমান শওকত, মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, সিসিকের কাউন্সিলর শাহানা বেগম সানু, জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক ফয়জুল ইসলাম পীর, সামসুল আলম, জামাল আহমদ, জিয়া উদ্দিন ও নুরুল আমিন।
সভায় হিরন মিয়া মেম্বারকে আহবায়ক ও সুমন মিয়াকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা কৃষক দলের কমিটি গঠন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply