হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান সরকার মানুষের মূল্যবোধ নিয়ে ব্যবসা করছে। তার প্রমাণ দ্রব্যমূলের সীমাহীন উর্ধ্বগতি ও ডিজেলের মূল্যবৃদ্ধি। নিত্যপণ্যের মূলবৃদ্ধির প্রভাব যাতে সরকারি কর্মকর্তাদের উপর না পড়ে সেজন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এর প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ বিশেষ করে খেটে খাওয়া মানুষের উপর। তারা দিশেহারা হয়ে পড়ছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দলের কর্মীসভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট বিভাগীয় মহিলা দলের দলনেতো শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুখসানা বেগম, সাংগঠনিক সম্পাদক লাভলী সুলতানা ও সুরাইয়া আক্তার রাখী।
Leave a Reply