সিলেটে এক জনসভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো অনিয়মের আর কোন নির্বাচন দেশবাসী দেখেনি। এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটেছে।
শনিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে এ জনসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য বজলুর রশীদ ফিরোজ, ই্উনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য আজিজুর রহমান, বাসদ মার্ক্সবাদীর সদস্য কমরেড মানস নন্দী ও গণসংহতি আন্দোলনের সদস্য মনির উদ্দিন পাপ্পু। সভাপতিত্ব করেন, জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়। পরিচালনায় ছিলেন, প্রণবজ্যোতি পাল। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
Leave a Reply