নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আবদুল মোমেন বলেছেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই সরকার পরিবার পরিকল্পনা খাতে বেশি গুরুত্ব দিয়েছে। এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে আগের চেয়ে। এরপরও পরিবার পরিকল্পনা বিভাগে বিদ্যমান সমস্যাবলী উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপনের মাধ্যমে দূর করার চেষ্টা করা হবে।
শনিবার মহানগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে মা-শিশু, কিশোর-কিশোরী, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।
পররাষ্ট্র মন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম আরো জোরদার করতে গণসচেতনতামূলক কার্যক্রম আরো বাড়ানোর তাগিদ দেন।
পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক কুতুব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এনামুল হক এনা ও অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
Leave a Reply