সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, সরকার নতুন প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বদ্ধপরিকর। উন্নত জাতি গঠনে মূল হাতিয়ার উন্নত মানুষ তৈরির লক্ষ্যেই সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তারা মিয়া খান ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষানুরাগী জালাল হোসেন খানের সভাপতিত্বে ও শিক্ষক ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী রশিদ আহমদ চৌধুরী, সিলিটিভির পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, শিক্ষানুরাগী অজিউর রহমান ছানা, রেজাউল করিম চৌধুরী শামীম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আবু আহমদ সেলিম ও প্রধান শিক্ষক মো লুৎফুর রহমান।
Leave a Reply