নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার নতুনভাবে দেশ ও জাতির আত্মপরিচয় তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্নাতক ২০১৮-১৯ শিক্ষা বর্ষের বি ইউনিটের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের সামনে বাধা অনেক। এসব বাধা আমাদেরকে অতিক্রম করে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমরা অভীষ্ঠ লক্ষ্যে অবশ্যই পৌঁছবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দেশের উন্নয়নের জন্য একটি রূপরেখে তৈরি করেছি আগামী ৭০/৮০ বছরের জন্য। আমরা চাই, তোমরা এই রূপরেখায় পরিবর্ধন করবে-পরিবর্তন করবে। আমাদের অর্থের সংস্থান আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড ইলিয়াস উদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড শামসুল হক।
Leave a Reply