নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সরকার দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করছে।
শনিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে দেশের মেধাবীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, মেধাবীদের বিদেশ গমন ঠেকাতে সরকার ফেলোসিপ সহ নানা উন্নয়নমুখী কর্মপরিকল্পনা করে যাচ্ছে।
Leave a Reply