নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় সরকার ভিন্নমতকে সহ্য করতে পারেনা। ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা এবং দেশবিরোধী চুক্তির বিরোধিতা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা এক সূত্রে গাথা। কারণ দু’জনের অপরাধ দেশপ্রেম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে আর দেশের স্বার্থে কথা বলায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মহানগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।
Leave a Reply