বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই ‘স্বৈরাচারী’ ও ‘দখলদার’ সরকার দিনের আলোকে ভয় পায় বলে রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেছেন, যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে তখন আওয়ামী লীগ সরকার দাম বাড়িয়েছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় আয়োজিত মিছিলে গুলি চালিয়ে দুই জনকে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ব্যক্তি রাষ্ট্রের কর্মচারী না হয়ে আওয়ামী লীগের কর্মচারী হয়ে গেছেন। তাদের জন্য কঠোর দিন অপেক্ষা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগীদের লুটপাটের কারণে দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্মআহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকার জনগণের কথা চিন্তা না করে তেলের মূল্য বৃদ্ধি করার কারণে মানুষ দিশেহারা। তবে এটাই শেষ প্রতিবাদ নয়।
তিনি বলেন, অবিলম্বে তেলের মূল্য কমানো না হলে পরবর্তী যেকোন পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। মানুষের অধিকার আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply