গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলস কাজ করছে।
তিনি আরো বলেছেন, সরকার দরিদ্রতা দূরীকরণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তাবেষ্টনির আওতায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা সহ শতাধিক কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা দেয়া হচ্ছে।
শনিবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়-সমাজসেবা অধিদফতরের আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে চা বাগানের শ্রমিক এবং নৃ-জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকতা মো সালাহউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার আব্দুল হক। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ।
অনুষ্ঠান শেষে ১শ ২০ জন চা-শ্রমিক ও নৃ-গোষ্ঠীর মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
Leave a Reply