সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী পাঁচবছরে গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। উদ্দেশ্য, শহরের সুযোগ-সুবিধাগুলো গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয়া, যাতে দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে।
বুধবার সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা, নারী সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান সিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবীর ইমন ও জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply