সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার করোনার বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। অনেকে ব্যক্তিগতভাবেও কাজ করছেন।
রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে আইসোলেশন সেন্টার চালুর প্রস্তুতি উপলক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্যে সিলেট কিডনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেভাবে পরিশ্রম করছেন, ইনশাআল্লাহ তাতে করোনার বিস্তার রোধ সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মঈনুল আহসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি তদন্ত ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কুমার ঘুষ, নূরুল ইসলাম ও ডা নিলুফার জাহান।
Leave a Reply