নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক জানিয়েছেন, আইসিটির উন্নয়ন ও অগ্রগতিতে সরকার এ খাত থেকে বছরে পাঁচ বিলিয়ন ডলার রোজগারের আশা করছে।
শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিইসি কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ২৮টি আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে। এতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
তিনি বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন বাড়ছে। গত ৮ বছরে এ সংখ্যা ৭ লাখ থেকে বেড়ে ৭ কোটি হয়েছে। তখন এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ৭৮ হাজার টাকা। আর এখন মাত্র ৬শ টাকা।
Leave a Reply