নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ জানিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) বিকেলে মহানগরীর চৌহাট্টায় বিজয় চত্বব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ জুলাই-আগস্ট বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে বক্তারা আখ্যায়িত করেন।