নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের হাতে উন্নয়নের জন্য টাকার কোনো অভাব নেই। জনকল্যাণমুখী কোন প্রকল্প টাকার জন্যে আটকে থাকবেনা। তবে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।
শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় পারাইরচকে আধুনিক ট্রাক টার্মিনালের উদ্বোধন এবং পরে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে গণমুখী সকল প্রকার কাজে সার্বিক সহযোগিতা করা কোন রাজনৈতিক বিষয় নয়-এটা উন্নয়নের বিষয়। মানুষের কল্যাণে কাজ করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেই সাথে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেয়া হবে না-এ নীতিতে সরকার কাজ করছে।
পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নিয়ে সিসিক মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
Leave a Reply