সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্যের উধর্বগতি রোধ এবং দুর্নীতি ও লটপাট বন্ধের দাবিতে সুনামগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সমাবেশ
করেছে।
শুক্রবার, ১৩ অক্টোবর বিকেলে সিপিবির সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফুর রহমান, জেলা কমিটির সাবেক সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য ও অ্যাডভোকেট রুহুল তুহিন। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহজালাল সুমন।
প্রধান অতিথি রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকারের লুটপাট এবং বিদেশে অর্থ পাচার ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতায় শ্রমজীবী ও মেহনতি মানুষরা কর্ম হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে।
Leave a Reply