সিলেট-১ আসনে মহাজোট ও আওয়ামী লীগ প্রার্থী জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত ড এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকার ১০ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সরকারের ধারাবাহিকতা না থাকলে সিলেট সারা দেশে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
শনিবার দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্ট ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়ন ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু সহ বড় বড় অনেক পরিকল্পনা বতর্মান সরকার গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্যেই ‘নৌকা’য় ভোট দিতে হবে।
গণসংযোগকালে আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুক্তরাজ্য যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আব্দুল জব্বার জলিল উপস্থিত ছিলেন।
Leave a Reply