সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান মাস। আর এই রমজানজকে সামনে রেখে সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট করে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তাই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের সারাদিন রোজা রেখে ইফতার করতে পারাটা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে ডামি সরকারের ডামি মন্ত্রীরা ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ঠাট্টা করে ইফতারের প্রধান অনুসঙ্গ ও নবীর সুন্নত খেজুরের বদলে খেতে বলছে বরই। ধর্মপ্রাণ মুসলমানরা সেহেরিতে ডালভাত ও ইফতারে খেজুর খাওয়ার নিশ্চয়তা চায়। তাই আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।
শনিবার, ৯ মার্চ (২৫ ফাল্গুন) বাদ যোহর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাকিতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে মহানগরীর জিন্দাবাজার এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষকে অনাহারে অর্ধাহারে রোজা রাখতে হবে। ডামি নির্বাচনে বিএনপি আহবানে সাড়া দিয়ে জনগণ অংশ নেয়নি। তাই সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে। এমন পরিস্থিতি থেকে বের হতে এই সরকারকে বিদায় করতে হবে।
কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, গোলাম রব্বানী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান, শাকিল মোর্শেদ, আব্দুল লতিফ খান, শামীম আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান, জালাল খান, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, ডা নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply