সুনামগঞ্জ প্রতিনিধি : সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামী লীগের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের দাবি, শনিবার বিকেলে দলের উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ারাবাজারের ইতিহাসে সবচেয়ে বড় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহারা রব্বানী ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
Leave a Reply