নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ যোগল কিশোর মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় ফলে উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এদিকে নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে কে মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের প্রজ্ঞাপন জারি হওয়ায় উপজেলাবাসীর পক্ষ থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও প্রধান শিক্ষক আব্দুস ছালাম এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply