নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট সরকারি মহিলা কলেজে ১৬ মেধাবী শিক্ষার্থীকে আ্যলামনাই এসোসিয়েশন বৃত্তি দিয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সিলেট সরকারি মহিলা কলেজ আ্যলামনাই এসোসিয়েশনের উদ্যোগে কলেজ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবিন রুবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দা রহিমা বেগম, রায়হানা চৌধুরী, রেহেনা পারভিন, কুমকুম হাজেরা, ফরিদা নাসরিন, অ্যাডভোকেট লায়লা জেবিন শামীমা, অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি, বিলকিস নূর, রুবী ফাতেমা ইসলাম, জেসমিন সুলতানা জেসি, সাজেদা পারভিন, মিত্রা কর ও নাসিমা চৌধুরী। পরিচালনায় ছিলেন, অ্যাডভোকেট সালমা সুলতানা।
Leave a Reply