নিজস্ব প্রতিবেদক : অন্যান্য এলাকার মতো সিলেটেও বিপুল উৎসাহ উদ্দীপনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ১০টায়। ভোটার ৩১৫ জন। ভোট গ্রহণের জন্যে বুথ স্থাপন করা হয় দুুইটি। নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করে।
নির্বাচনে ৭টি পদে প্রার্থী ১২ জন। পরে নির্বাচিতদের মধ্যে দফতর বন্টন করা হবে।
আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী কর্মকার জানান, এই নির্বাচনের মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে।
Leave a Reply