নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার দক্ষিণ সুরমা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, নূরুজ্জামান ও লিটন চন্দ্র দাস। পরিচালনায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ।
মতবিনিময় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৯ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
Leave a Reply