নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।
মঙ্গলবার সিলেট সিলেট চেম্বার ভবনে সরকারি পাইলট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষিকা ফৌজিয়া আক্তারের নেতৃত্বে একদল শিক্ষার্থী স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে আর্থিক অনুদান গ্রহণকালে এই সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় সিলেট চেম্বার নেতৃবৃন্দ এবারের ভয়াবহ বন্যায় কালিঘাট, চালবাজার ও আমজাদ আলী রোড এলাকার দোকান ও গুদামে পানি ঢুকে গেলে ব্যবসায়ীদের মালামাল ক্ষতির হাত থেকে রক্ষায় এগিয়ে আসায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যা ছাড়াও অতীতে বিভিন্ন সময়ে বন্যা ও দুর্যোগকালীন ব্যবসায়ীদের মালামাল বিদ্যালয় ভবনে রাখার সুযোগ দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবসায়ীদেরকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মানসিক উন্নয়নে স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরাও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব) ও সচিব মো গোলাম আক্তার ফারুক।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply