নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর করা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ অন্যদের কোটা আনুপাতিকহারে বাড়ানোর দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সেশনজটের জন্যে শিক্ষার্থীদের অনার্স ও মাস্টার্স শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার বছর বেশি লাগে। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, যথাসময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নিতে না পারা ও অন্যান্য কারণে বয়স বেড়ে যায়। এছাড়া দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বেড়েছে অবসরের সময়সীমা। এর পরিপ্রেক্ষিতে চাকরির যোগদানের বয়স নতুন করে নির্ধারণ করতে হবে।
পরে সিলেটের জেলা প্রশাসকের কাছে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply